সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বোয়ালমারীতে এতিম শিক্ষার্থীরা পেল খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  ০৯ মে ২০২৪, ১৯:৩৮
বোয়ালমারীতে এতিম শিক্ষার্থীরা পেল খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা

ফরিদপুরের বোয়ালমারীর ১৫ জন এতিম শিক্ষার্থী পেয়েছে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা। 'দারিদ্রের বিরুদ্ধে একতা' এই প্রতিপাদ্যে 'অরফান স্পন্সরশীপ প্রজেক্ট বাংলাদেশ-২০২৪' এর উদ্যোগে 'ওয়ান উম্মাহ'-এর আয়োজনে এই খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আমাল ফাউন্ডেশন কর্তৃক সুবিধাবঞ্চিত এতিম ছেলে মেয়েদের জীবনমান উন্নয়নের জন্য প্রত্যেক সুবিধাভোগীকে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ দুই হাজার করে টাকা প্রদান করা হয়। এর আগেও সংস্থাটির পক্ষ থেকে ওইসব এতিম শিক্ষার্থীদের খাতা, কলম, স্কুল ব্যাগ, নগদ অর্থ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৯ মে) এ উপলক্ষে উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামে অবস্থিত বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী ও অর্থ প্রদান করেন বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান নান্নু মিয়া।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে