সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

জৈন্তাপুর ট্রাক পিকআপ কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি
  ০৯ মে ২০২৪, ১৯:৫০
জৈন্তাপুর ট্রাক পিকআপ কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সিলেট জেলা ট্রাক পিকআপ কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২১৫৯)'র অর্ন্তভূক্ত জৈন্তাপুর উপজেলা উপ-কমিটি'র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

(৭ মে-২০২৪ খ্রি:) মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যাপক উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের চাঙ্গিল বাজারে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মো: আব্দুস ছামাদ (চেয়ার) ৫ শত ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রার্থী মো: শফিকুর রহমান (ছাতা) ৩ শত ৮৩ ভোট পান, সহ-সভাপতি পদে মো: আরব আলী (ট্রাক গাড়ি) ৫ শত ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রার্থী অলিউর রহমান ইদন (গরুর গাড়ি) ৩ শত ৯০ ভোট পান, সাধারণ সম্পাদক পদে মো: মনিরুজ্জামান জামাল (হাত পাখা) ৬ শত ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটততম প্রার্থী মো: ছয়ফুল আলম (দোয়াল ঘড়ি) ৫ শত ৮২ ভোট পান, সহ-সাধারণ সম্পাদক পদে মো: জসিম উদ্দিন (তালা-চাবি) ৭শত ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নিকটতম প্রার্থী মো: তোতা মিয়া (কাঠাল) ৪ শত ৭৮ ভোট পান, সাংগঠনিক সম্পাদক পদে মো: আবু তাহের (কাপ-পিরিচ) ৪ শত ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রার্থী মো: আলিম উদ্দিন (মই) ২শত ৬৩ ভোট পান, কোষাধ্যক্ষ পদে শামীম আহমদ (বালতি) ৭শত ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নিকটতম প্রার্থী মো: সেলিম আহমদ (মাছ) ৫ শত ১১ ভোট পান, সদস্য পদে মো: মঈন উদ্দিন (ঘোড়া) ৫ শত ৪৩ ভোট, মো: কিবরিয়া (বাঘ) ৩ শত ৯৮ ভোট, মো: নাজিম উদ্দিন (কুকড়া লাটি) ৩ শত ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে মোট-১ হাজার ৫ শত ৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩ শত ৩৫ জন ভোটারধিকার প্রয়োগ করেন।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সহকারি কমিশনার ছিলেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, স্থানীয় কমিশনার ছিলেন আজিজুর রহমান পাখি ।

এদিকে নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম লিয়াকত আলী, প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান , সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, জেলা ট্রাক পিকআপ কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, কার্যকরি সভাপতি আব্দুস ছালাম, সাবেক সভাপতি আবু সরকার, সহ-সভাপতি শরিফ আহমদ, জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপক্টের শাহিদ মিয়া, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদ উদ্দিন (সাদ্দাম), জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে