সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ধামইরহাটে আবারও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান পদে ২ নতুন মুখ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  ০৯ মে ২০২৪, ১৯:৫৭
ছবি-যায়যায়দিন

নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে বিপুল পরিমান ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জনপ্রিয় নেতা মো. আজাহার আলী। টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন তিনি। এদিকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা মাজেদুল ইসলাম ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুয়ারা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, উপজেলায় প্রায় ৪৭% প্রাপ্ত ভোটে ৩ জন প্রার্থীর সর্বোচ্চ ভোট পেয়েছেন এই নারী নেত্রী।

৮ মে রাত ১১টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফল বেসরকারি ভাবে ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আনিছার রহমান।

উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আজাহার আলী (আনারস প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ৮৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন, তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান আলী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১২ হাজার ৭৬২ ভোট। ৩য় স্থানে রয়েছেন আবু নাসের মো. আফজাল হোসেন, তার প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪৫১।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম (টিয়া পাখি প্রতীক) ৩৯ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল রানা (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ২৬ ভোট।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা (হাঁস প্রতীক) ৪৮ হাজার ৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবিনা এক্কা (কলস প্রতীক) পেয়েছেন ২০ হাজার ১০৬ ভোট।

ফলাফল ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে