শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মৌলভীবাজারে প্রয়াত ব্যাংক কর্মকর্তা স্মরণে শোকসভা 

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ১৪ জুন ২০২৪, ১৬:৩৪
মৌলভীবাজারে প্রয়াত ব্যাংক কর্মকর্তা স্মরণে শোকসভা 
ছবি-যায়যায়দিন

মৌলভীবাজার সোনালী ব্যাংক এর সাবেক ব্যবস্থাপক আব্দুল মজিদ খসরু’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

“অবসরপ্রাপ্ত ব্যাংক অফির্সাস ফোরাম” মৌলভীবাজার’র সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ’র উদ্যোগে বৃহস্পতিবার রাতে সোনালী ব্যাংক মৌলভীবাজার শাখার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ এমরান উল্লাহ’র সভাপতিত্বে মরহুমের কর্মজীবনের নানা স্মৃতিচারণ করে বক্তব্য দেন পূবালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম এডভোকেট ড. আবু তাহের, রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সুব্রত সেন,কেন্দ্রীয় জাসদ নেতা এস এম আতাউর রহমান,বেসিক ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম আব্দুল মতিন প্রমুখ।

বক্তারা মরহুম আব্দুল মজিদ খসরু’র কর্মময় জীবনের ব্যাংকিং খাতসহ নানা জনকল্যাণমূলক বিষয়ে তার অবদানের কথা স্মরণ করে আলোচনা করেন । এরপর মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মিল হক ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে