শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দেশের ভূখণ্ডে ভারতের ট্রেন চলাচলের চুক্তি বাতিলের দাবিতে নাটোরে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৪, ১৯:৪২
দেশের ভূখণ্ডে ভারতের ট্রেন চলাচলের চুক্তি বাতিলের দাবিতে নাটোরে বিক্ষোভ
ছবি-যায়যায়দিন

বাংলাদেশের ভূখণ্ডে ওপর দিয়ে ভারতের ট্রেন চলাচলের চুক্তি বাতিলসহ দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৫ জুলাই) তাদের নাটোর জেলা শাখার আয়োজনে জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে এ কর্মসূচী পালন করে।

এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, সহসভাপতি ক্বারী মুকুল হোসেন, সদস্য আতাউর রহমান, সিংড়া উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি আব্দুল কুদ্দুস প্রমূখ।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে হওয়া চুক্তি ও সমঝোতাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতের সঙ্গে করা রেল ট্রানজিট চুক্তিটি আমাদের দেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এই চুক্তির ফলে দেশে নিরাপত্তা বিঘিœত হবে। এসব চুক্তি বাতিল করতেই হবে। যেখানে জনগণের কোনো স্বার্থ নেই, সেই চুক্তি দেশের জনগণ মানবে না। এসব চুক্তি বাতিল না করলে সব দলকে নিয়ে প্রতিরোধ আনন্দোলন গড়ে তোলা হবে। এই চুক্তির মাধ্যমে আওয়ামী এদেশকে ভারতের কাছে লিখে দিয়ে এসেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং শহীদদের সাথে বেইমানি করেছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে