পিরোজপুরের নেছারাবাদে মসজিদ কমিটির টাকা আত্মসাতের ঘটনায় আলোচিত ইউপি সদস্য আলামিন হাওলাদার এবারে ডাকাতি মামলায় গ্রেফতার করেছেন নেছারাবাদ থানা পুলিশ।
আলামিন হাওলাদার নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের কাঁটাদৈহারী গ্রামের ৯ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। তিনি যশোর আন্তজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য।
মামলা সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া থানায় জিআর-১৫০/২২ ধারায় তার নামে মামলা ঋজু আছে। কিন্তু মামলা চলাকালীন সময়ে আদালতে হাজিরা না দেওয়ায় ওয়ারেন্ট জারি করেছে আদালত। তারই সূত্র ধরে ওয়ারেন্ট কপি নেছারাবাদ থানায় পাঠানোর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, ইউপির সদস্য আলামিন হাওলাদারের নামে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
যাযাদি/ এসএম