শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৪, ১৯:৩১
ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
ছবি-যায়যায়দিন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোলাহাট উপজেলা প্রাঙ্গনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ এর সংসদ সদস্য, বিদ্যুৎ ও খনিজ স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, সাবেক ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহজাদী বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহসহ আরও অনেকে।

"ইস্মার্ট বাংলাদেশ স্মার্ট কৃষি" এই স্লোগানকে সামনে রেখে কৃষির নতুন নতুন প্রযুক্তিকে প্রায়োগিক বিশ্লেষণ করে সাধারণ কৃষকের কাছে তুলে ধরে সম্মৃদ্ধ কৃষি গড়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয় বলে জানা যায়।

জানা যায়, কৃষি প্রযুক্তি মেলায় আধুনিক কৃষির বিভিন্ন ধরনের চাষের ডিসপ্লে করে তা বর্ণনা করার মাধ্যমে কৃষককে ধারণা দেওয়া হচ্ছে। আগামী তিন দিন ধরে মেলার কার্যক্রম চলমান থাকবে। সবাইকে মেলায় আসার জোর দাবি জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে