শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আটোয়ারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২৪, ১৩:৫৫
আটোয়ারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা
ছবি-যায়যায়দিন

পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা সেলিম মোর্শেদ মানিকের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমূখ। সভায় উপজেলা চেয়ারম্যান সরকারের উন্নয়নের শতভাগ সুফলতা উপজেলাবাসীর মাঝে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে