রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  ০২ আগস্ট ২০২৪, ২৩:১১
দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ছবি : যায়যায়দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সবার স্মরণে এবং ‘গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ দাউদকান্দি বিশ্বরোডে বিক্ষোভ মিছিল শুরু করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শুক্রবার জুমা নামাজের শেষে দাউদকান্দি মডেল মসজিদ সংলগ্ন বিশ্বরোড থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিশ্বরোড থেকে শুরু করে বলদাখাল হয়ে পুনরায় বিশ্বরোড এলাকায় এসে মহাসড়ক বন্ধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লামুখী লেন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকে ঘিরে দাউদকান্দি বিশ্বরোড এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। বিশ্বরোড এলাকায় মহাসড়ক বন্ধ করে পুলিশের সামনে গিয়ে অনেকেই 'ভুয়া, ভুয়া' স্লোগান দেন তারা।

তবে পুলিশ ছিল শান্ত। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিসনার (ভূমি),দাউদকান্দি সার্কেল,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,পৌর মেয়র আন্দোলনকারীদের বুজিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনার পর পুনরায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে