পূর্বঘোষিত ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও আন্দোলনকারী আহত হয়েছে ।
শনিবার বেলা ১১টার সময় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় ক্যাম্পাসে এসময় সেখানে আরো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একততা প্রকাশ করে সমবেত । পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে যাওয়া চেষ্টা করে । এসময় গোয়ালচামট মডেল মসজিদের সামনে (পুরাতন বাসস্ট্যান্ড এলাকা) পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা । এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া শুরু করলে পুলিশও পাল্টা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে। পরে বিক্ষোভকারীরা পিছু হটতে যায় ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর পনে ১টা) বিক্ষোভকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদ্রাসার সামনে সড়কে অবস্থান নিয়েছে । পুলিশ বিক্ষোভকারীদের থেকে কিছুটা দূরে অবস্থান করে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ ভাবে তাদের কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন।
যাযাদি/ এসএম