সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ০৩ আগস্ট ২০২৪, ১৪:০২
ছবি-যায়যায়দিন

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এসময় তারা নানা ধরনের স্লোগান দিয়ে রাজপথ দখলে নিয়েছে। শিক্ষাথর্থীদের অবস্থানে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৩ আগস্ট) বেলা সারে ১১টার দিকে নগরীর চাষাঢ়ায় এসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়কের মন্ডলপাড়া পুল পর্যন্ত গিয়ে আবারো চাষাঢ়ায় এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এদিকে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনে চাষাড়ায় বিজিবি ও পুলিশের গাড়ি আটকে দিয়ে নানা ধরনের স্লোগান দেয়। তাদের গাড়ি সামনে দিকে যেতে দেয়া হয়নি। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে পিছু হটে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করে আমাদের নিরিহ ভাইদের হত্যা করেছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। আমার ভাইদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা কোন সহিংসতা বিশ্বাস করি না। আমাদের আন্দোলনের সাথে প্রবেশ করে কেউ সহিংসতা করার চেষ্টা না করার আহবান করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে