চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের অংশ হিসেবে সাধারণ ছাত্র-ছাত্রীরা উপজেলার দোহাজারী পৌর সদরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সাধারণ ছাত্রছাত্রীদের দিকে এগুলে দু'পক্ষের মধ্যে মারামারি সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
যাযাদি/ এসএম