যশোরের শার্শায় হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন ও তাদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (১২ আগস্ট) বিকালে মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সাথে চলমান পরিস্থিতি ও গুজব ছড়িয়ে চলা সহ সামাজিক নিরাপত্তার বিষয় নিয়ে মতবিনিময় করেন শার্শা উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ মনিরুজ্জামান,শার্শা পুজা উদযাপন পরিষদের সভাপতি জয়দেব কুমার সহ স্থানীয় হিন্দু ধর্মালম্বী, স্থানীয় শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার ও শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। চলমান পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে সকলকে একযোগে কাজ করা ও সকল প্রকার গুজবকে প্রতিহত করার আহ্বান জানান।
যাযাদি/ এম