বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

ধুনটে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন এমরুল কায়েস

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৩
ছবি: যায়যায়দিন

বগুড়ার ধুনট উপজেলার ২০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে চান্দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস খান।

ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আশিক খান ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা খাটিয়ামারী প্রাথমিক বিদ্যালয়ের নাজনীন আরা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শাহাদৎ হোসেন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা শাকদহ প্রাথমিক বিদ্যালয়ের মাহবুবা তানবীন, শ্রেষ্ঠ কাব শিক্ষক নাংলু প্রাথমিক বিদ্যালয়ের শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় খাটিয়ামারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কর্মচারী উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী ইব্রাহীম খলিল ও শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাকছুদার রহমান নির্বাচিত হয়েছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে