রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৮
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
ছবি: যায়যায়দিন

ডিজিটাল নিরাপত্তা নামে কালো আইন বাতিল ও সারাদেশে সাংবাদিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত হয়ে একাত্ম ঘোষনা করেন।

সোমবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহি সদস্য ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু’র পরিচালনায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগরসহ সাংবাদিক ইউনিয়নের নের্তৃবৃন্দরা বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যা দিয়ে গণমাধ্যম কর্মীরা এখনই তা বাতিল ও সারাদেশে সাংবাদিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। না হলে সারাদেশে কঠোর কর্মসূচীর ঘোষনা দেন গণমাধ্যম কর্মীরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে