ফেনীর দাগনভূঞা উপজেলায় বিভিন্ন সময়ের মত ১০ সেপ্টেম্বর রাতে দাগনভূঞা স্কুল মার্কেট বনফুলের উপরে চন্দ্রদ্বীপ ইলেকট্রনিক্সে ভয়াবহ অগ্নিসংযোগের পর অগ্নিনির্বাপন ফায়ার সার্ভিসের অভাবে দ্রুত নিবার্পন সম্ভব হয়নি বিধায় অনতিবিলম্বে দাগনভূঞা ফায়ার সার্ভিসের স্থাপনের দাবিতে দাগনভূঞা স্কুল মার্কেটের সামনে গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে দাগনভূঞা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলাল এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা কল্যাণ সমিতির সাবেক সভাপতি আল মাহমুদ হাজারী, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম স্বপন, চন্দ্রদ্বীপ ইলেকট্রনিক্সেরে প্রোপ্রাইটর কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক, স্কুল মার্কেট সমিতির সহ সভাপতি খাজা ওসমান ফারুক প্রমুখ।
বক্তারা দাগনভূঞা পৌর এলাকায় অনতিবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবি জানান। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে সাধারণ জনগণের জোর দাবি জানালেও তা কার্যকর পদক্ষেপ হতে দেয়নি দুর্নীতিবাজদের কারনে। জায়গা একোয়াসহ বিভিন্ন টালবাহানা করে সাধারণ মানুষকে ক্ষমতার দাপটে জিন্মি করে রেখেছিল।
দাগনভূঞা উপজেলাবাসীর জোর দাবিকে কোনো প্রকার কর্ণপাত না করে আগুন লাগার কারনে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতির প্রমান রয়েছে। যা তৎকালীন ক্ষমতাসীন দলের কাজের নমুনা। ফেনী থেকে ফায়ার সার্ভিস দাগনভূঞা পৌঁছতে দীর্ঘসময় অতিবাহিত হয়। এতে রক্ষা পায়না আগুনের ধ্বংসলীলা থেকে ঘর-বাড়ি ও অফিস কিংবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। অথচ পার্শ্ববর্তী উপজেলা বসুরহাট ও সেনবাগে ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে অনেক আগেই। দাগনভূঞার মত এত সুন্দর ও অর্থনৈতিক দিক বিবেচনায় অনতিবিলম্বে আগুন থেকে রক্ষা পেতে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবি জানান সর্বসাধারণ।
যাযাদি/ এসএম