নওগাঁর পোরশায় গৌতমের তালবীজ রোপনের উদ্বোধন করেন কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভবানীরপুর গ্রামের কৃষক গৌতম সাহার নিজ উদ্যেগে মেদার মোড়-নোচনাহার পর্যন্ত প্রায় ২কি:মি: রাস্তার পাশে তালবীজ রোপনের উদ্বোধন করা হয়।
গৌতম সাহা জানান, বিগত ১২বছরে উপজেলার বিভিন্ন রাস্তার পাশে তিনি প্রায় ৫০ হাজার তালবীজ রোপণ করেছেন। যেগুলো ইতোমধ্যে তাল গাছে রুপান্তরিত হয়েছে। তিনি জানান, প্রতিপিস তালবীজ ৫০ পয়সা দামে ক্রয় করে তিনি নিজে এগুলো রোপন করেন এবং নিজেই এগুলোর পরিচর্যা করেন। তালবীজ রোপনের কারনে তিনি কৃষি বিভাগের সর্বোচ্চ কৃষি পদকও পেয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেছেন বলে জানান।
যাযাদি/ এসএম