শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

গোবিন্দগঞ্জে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে ফলদ বৃক্ষের চারা বিতরণ

গোবিন্দগঞ্জ( গাইবান্ধা) প্রতিনিধি
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৩
ছবি যাযাদি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে ১৮ শ’ উপকার ভোগী মানুষের মাঝে ২টি করে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপকারভোগীদের হাতে এই চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: মেহেদী হাসান। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর আয়োজনে ফলদ বৃক্ষের চারা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মসূচীর প্রোগাম ম্যানেজার মোশারফ হোসেন । এতে প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রহমান, মাইক্রোফাইনান্স প্রোগ্রামের সিনিয়র জোনাল ম্যানেজান মোঃ মিজানুর রহমান এবং অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র কমপ্লাইন্স অফিসার শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মসূচীর ম্যানেজার মো: মোজাহার আলী, একাউন্টস অফিসার মোছাঃ সাথী আকতার, প্রোগাম সার্পোট অফিসার মো: আব্দুল লতিফ প্রমুখ। শেষে বেসরকারী সংস্থা বিজ এর কৃষি কর্মসূচীর আওতায় ১ হাজার ৮ শ সুবিধাভোগী সদস্যের মাঝে আম, মাল্টা, লিচু সহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে