নোয়াখালীর সেনবাগে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ানো মানবিক যোদ্ধাদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা শুক্রবার সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক, সেনবাগ পৌরসভার অর্জুনতলার কৃতি সন্তান, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক ব্যক্তিত্ব মহি উদ্দিন মহিনের অর্থায়নে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
সেনবাগ জামেয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি নুর ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব ও পৌর ইমাম -মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ উল্যাহ যুবায়ের, জামেয়া ইব্রাহিমিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম ও পৌর ইমাম-মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রহিম উল্যাহ বশিরী,মুফতি শোয়াইব কাশেমি,আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম,।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিম চৌধুরী হজ্ব কাফেলার পরিচালক ও বন্যায় মানবিক যোদ্ধা বশির উল্যা চৌধুরী রিপন,বিন্নাগুনি প্রবাসী কল্যাণ সমিতির মো: সোহাগ সহ অন্যান্য আলেম উলামা ও স্বেচ্ছাসেবক বৃন্দ।
আলোচনা শেষে সেনবাগের ভয়াবহ বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা মাওলানা জাহিদুল ইসলাম, মো: রবি উল্যা রবি, আলা উদ্দিন আলো, বশির উল্যা চৌধুরী রিপন, মোজাম্মেল হোসেন, শহিদ উল্যা মিন্টু,কামরুল হাসান সহ ৪০ জন মানবিক যোদ্ধাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বক্তাগন সৌদি প্রবাসী মক্কা হোটেলের কর্ণধার, মানবিক ব্যক্তিত্ব মহিনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং মানবিক কাজে এগিয়ে আসায় তাকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে সেনবাগ পৌর এলাকার সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ানো মানবিক যোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে সেনবাগ সহ সারাদেশের বন্যায় বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য পৌর শহরের অর্জুনতলার সন্তান সৌদি আরবে মক্কা হোটেল নামে হোটেল ব্যবসা করে আসছেন, তার লাভের একটা অংশ তিনি মানবিক কাজে ব্যয় করেন,এবার সেনবাগের ভয়াবহ বন্যায় শুরু থেকেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ান, এখন বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও তিনি এগিয়ে আসার চেষ্টা করবেন বলে জানান।
যাযাদি/ এসএম