‘‘জনকল্যাণের বিনিয়োগ এবং শিক্ষাকে অগ্রাধিকার দিন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ এর আয়োজনে ৬২তম শিক্ষা দিবস পালিত হয়েছে। সর্বস্তরের অংশগ্রহনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে স্থানীয় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে র্যালি ও স্থানীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন শেষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি নুরে আলম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সংসদের সাবেক সভাপতি আজহারুল হক মাসুম, ফরহাদ ইকবাল সরকার, রুপন কুমার সরকার, রফিক মিয়া, বর্তমান উপজেলা কমিটির সহ-সভাপতি নূর আলম, কবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রমজান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫২ থেকে ৭১ পর্যন্ত বাঙালি জাতির পাকিস্তানিদের বিরুদ্ধে গৌরবগাঁথা আন্দোলন সংগ্রামের চতুর্থ স্তম্ভ এই শিক্ষা দিবস। তৎকালীন পাকিস্তানের সামরিক স্বৈরাশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান শরিফ কমিশনের নেতৃত্বে একটি শিক্ষানীতি প্রণয়ন করেন, যার ছাত্র সমাজ ও সচেতন সকলকে ব্যাপকভাবে বিক্ষুব্ধ করে তুলে। অপ্রতিরোধ্য আন্দোলনে ধারাবাহিকতায় ঢাকায় রাজপথে পাকিস্তানী শাসকগোষ্ঠীর পুলিশের গুলিতে জীবন উৎসাহ করেছিলেন মোস্তফা, ওয়াজিউল্লাহ, বাবুল সহ নাম না জানা আরো অনেকেই।
যাযাদি/ এম