মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

নবাগত উপজেলা নির্বাহী হাসান- বিন -মুহাম্মাদ আলীর সাথে সাংবাদিকদের মত বিনিময়

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৪, ১৯:২৮
ছবি যাযাদি

পিরোজপুরের ইন্দুরকানীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন- মুহাম্মাদ আলীর সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ১ অক্টোবর সন্ধ্যায় উপজেলা নির্বাহীর অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়, এসময উপস্থিত ছিলেন জিয়ানগর প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপিত গাজি আবুল কালাম,প্রেসক্লাব সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, আলমগীর কবির মান্নু, সম্পাদক খান মনিরুজ্জামান, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী, কেএম শামিম রেজা,আলতাফ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাব সহ সভাপতি শফিকুল ইসলাম আরিফ, প্রেস ক্লাব দপ্তর রাকিবুল ইসলাম রাকিব, রাজু শিকদার নিলয়, শাকিল মাহমুদ, আরিফুল ইসলামসহ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের সাথে পরিচয় হয়। এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও উপজেলার স্বার্বিক খোজ খবর নেন। তিনি ভাল কাজে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে