বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ১১:০১
ছবি: যায়যায়দিন

হবিগঞ্জের চুনারুঘাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।

চুনারুঘাট উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, মেজর শাহিন, চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলম মাহবুব, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, প্রণয় পাল, মানিক দেব, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমূখ। সভায় বক্তারা, চুনারুঘাটে আসন্ন দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জেনারেটর, সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিসের সেবা প্রদানে লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাউৎসব শান্তিপূর্ণভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

মেজর শাহীন বলেন, দুর্গাপূজায় চুনারুঘাটের সার্বিক নিরাপত্তা দিতে সেনাবাহিনী প্রস্তুত। আগামী ৬ অক্টোবর থেকে চুনারুঘাটে পুনরায় ক্যাম্প স্থাপনসহ টহল বৃদ্ধি করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে