কুষ্টিয়ার দৌলতপুরে নিজ কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টু নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের ছেলে আহসান হাবীব কাকন বাদী হয়ে দৌলতপুর থানায় মঙ্গলবার বিকেলে এ মামলা করেন।
মামলায় ১০ জনের নাম উল্লেখ সহ আরো ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, মামলার তদন্তের স্বার্থে আর কোনো তথ্য গণমাধ্যমকে দিতে রাজি হননি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার দেখায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ওসি জানিয়েছেন যে পুলিশ এ হত্যাকান্ডের ব্যাপারে কিছু গুরুত্বপুর্ণ তথ্য পেয়েছেন। তা পরে জানানো হবে।
এর আগে সোমবার রাতে মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে ।
নিহত নঈমুদ্দিন সেন্টু ৩ নং ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ওই এলাকার মৃত মোতালেব সরকারের ছেলে।
যাযাদি/ এসএম