শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

বেলাবতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

বেলাব(নরসিংদী)প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ১৮:৪২
ছবি যাযাদি

নরসিংদীর বেলাবতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে উপজেলা পরিষদের সামনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বিপুল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বেলাব উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মোঃ নাসির উদ্দিন। সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হাই।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজ আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, চর ছায়েট পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বনি আমিন, দক্ষিনধুরু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমান, চর উজিলাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক,পোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী আক্তার,বাজনার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক মিয়া,সল্লাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ,চর বেলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলি উল্লাহ,সহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বক্তারা বলেন ১০ম গ্রেডে উন্নীত করনের দাবির পক্ষে বিভিন্ন যৌক্তকতা তুলে ধরেন পের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে