পাবনার ভাঙ্গুড়ায় " বিশ্ব নদী দিবস "উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাজমুন নাহার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোছাঃ তাসমিয়া আকতার রোজী,সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মো. আসাদুজ্জামান সরকার প্রমূখ। প্রধান অতিথি ইউ এন ও তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি নদী মাতৃিক দেশ, নদীর হচ্ছে দেশের সর্বস্তরের চালিকা শক্তি।তাই নদীগুলোকে রক্ষা ও দখল মুক্ত করে পুনরুদ্ধার করতে হবে। নদীকে প্লাস্টিক ও শিল্প কারখানার বর্জ্য থেকে মুক্ত করার বিষয়ে জোর দিতে হবে।এ কার্যক্রমে তৃণমূল পর্যায়ে জনগণের সহযোগিতা প্রয়োজন। অচিরেই এ অঞ্চলে দখলকৃত নদীগুলোকে দখল মুক্ত অভিযান শুরু হবে।এ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ,সাংবাদিকবৃন্দ ,এনজিও প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করে নদী রক্ষার পক্ষে জড়ালো বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে ধারণা পত্র পাঠ এবং বিশ্বনদী দিবসের আলোকে বিশারদ আলোচনা করেন, টিএসপির পরিচালক সরকার মোহাম্মদ আলী।