শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ ঘোষণা দিলেন আতিক সরকার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  ১৭ অক্টোবর ২০২৪, ১৬:৩৬
ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ ঘোষণা দিলেন আতিক সরকার
ছবি : যায়যায়দিন

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আতিক সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আতিক সরকার, পিতা মৃত জহুরুল ইসলাম, পেশায় একজন ব্যবসায়ী এবং খামারকান্দি বাজারে রড-সিমেন্টের ব্যবসা করেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৩ সালে খামারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে আতিক সরকার বলেন, “ছাত্রত্ব শেষ হওয়ার পর আমি ব্যবসায়িক প্রয়োজনে ছাত্রলীগের কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখি এবং স্থানীয় নেতৃবৃন্দের কাছে নতুন কমিটি গঠনের অনুরোধ করি। তবে ১১ বছর পেরিয়ে গেলেও পুরনো কমিটি এখনো বহাল রয়েছে, যদিও কোনো কার্যক্রম নেই।”

তিনি আরও উল্লেখ করেন, ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করলেও তিনি কোনো অনৈতিক বা অবৈধ সুবিধা গ্রহণ করেননি এবং সাধারণ জনগণের ওপর কোনো ধরনের জুলুমও করেননি। তার পরিবার এবং এলাকার লোকজন তার সৎ জীবনযাপন সম্পর্কে জানেন।

এখন ছাত্রলীগের সভাপতি পদে থাকা তার জন্য বিব্রতকর হয়ে উঠেছে উল্লেখ করে আতিক সরকার বলেন, “আমি আজ থেকে ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করছি এবং এখন থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্ক থাকবে না।”

তিনি গণমাধ্যমের প্রতিনিধিদের তার পদত্যাগের ঘোষণা সবার সামনে তুলে ধরার অনুরোধ জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে