বগুড়ার শেরপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিশালপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের খেজুরতলাস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শরিফুল ইসলাম শরীফকে সভাপতি আব্দুস ছালাম প্রামাণিককে সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। আর প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা মৎস্যজীবি দলের আহবায়ক মঈনুল হক বকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান নিলু।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব খলিলুর রহমান, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ মাহবুবুল আলম হিরু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মদ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আবুল বাশাল রুবেল, সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ইউনিয়ন কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন এবং তাদের প্রত্যেককে একটি করে রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে বরণ করে নেন।
কমিটির অন্যরা হলেন- আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, হারুনার রশিদ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, শাহাদত আলী, সহ-সাংগঠনিক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক আপাল স্বর্ণকার, প্রচার সম্পাদক রানা আহম্মদ আলী, ক্রিড়া সম্পাদক নাহিদ হাসান, যুব বিষয়ক সম্পাদক আহম্মদ আলী, সমাজকল্যাণ সম্পাদক রাজু আহম্মেদ।
এছাড়া নির্বাহী সদস্য হলেন- আশরাফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল হালিম, মাসুদ রানা, সিরাজুল ইসলাম, হাফিজার রহমান, সাগর চন্দ্র শিল, আব্দুল মান্নান, আব্দুস সোবহান, নাজিমুদ্দিন, ওমর সানি, আব্দুল গণি, আশরাফুল ইসলাম ও কামরুল ইসলাম।
যাযাদি/ এসএম