শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রূপসায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রূপসা (খুলনা)প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ১৩:০২
আপডেট  : ৩১ অক্টোবর ২০২৪, ১৩:১১
ছবি: যায়যায়দিন

খুলনার রূপসা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ তদন্ত মো:মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:হিমেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম তরফদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুবকর্মকর্তা শেখ বজলুর রহমান, সমবায় কর্মকর্তা ফরিদ শেখ, শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জনস্বাস্থ‍্য কর্মকর্তা মো:রাসেল, বন কর্মকর্তা মো: মোতালেব মিয়া, একাডেমী সুপার ভাইজার নিত‍্যনন্দ‍ মন্ডল, আইসিটি কর্মকর্তা মো.ইমরান হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, উপজেলা দুর্নীতী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ শেখ, পল্লী উন্নয়ন দপ্তরের প্রদীপ কুমার বিশ্বাস, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ, প‍্যানেল চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, আসাবুর রহমান, মো.জিয়াউল ইসলাম প্রমূখ।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে