বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

রূপসা সরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুধীজনের সাথে ইউএনও'র মতবিনিময়

রূপসা(খুলনা)প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ১৫:২৩
ছবি: যায়যায়দিন

রূপসা উপজেলায় সরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুধীজনের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু ৩১অক্টোবর দুপুর সাড়ে ১২টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে মতবিনিময় করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আমিনুল ইসলামের পরিচালনায় এসময় বক্তৃতা করেন কাজদিয়া সরকারী উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ অজিত সরদার, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার কাজী এনামুল হক, উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা লবিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সদস‍্য সচীব জাবেদ মল্লিক, যুগ্ম আহবায়ক রয়েল আজম, মুক্তিযোদ্ধা মো. হাসান মাহামুদ, সোনালী ব‍্যাংক ম‍্যানেজার অসীত রায় চৌধুরী, প্রধান শিক্ষক মো.রবিউল ইসলাম, মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমান, মাওলানা শফিউদ্দীন নেছারী, বাংলাদেশ জামায়াত ইসলামের শ্রীফলতলা ইউনিয়নের সভাপতি মোল্লা সেলিম আজাদ, নৈহাটি ইউনিয়নের সেক্রেটারী ডা: সাইফুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, নাজিম উদ্দীন, আ.হাফিজ শেখ, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ, উপজেলা পূজা উদযাপনের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক বেনজির হোসেনসহ ছাত্র সমাজের আসিফ ফায়াজ,ইসলামীক ফাউন্ডেশন,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন,ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে