শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

চাঁদপুরে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ১৯:২৮
ছবি: যায়যায়দিন

চাঁদপুরের হাজীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা এবং ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাকিলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, সহকারী পরিচালক মো. হান্নান এ সময় উপস্থিত ছিলেন।

অভিযানকালে বাকিলা বাজারের মো. মমিনের গোডাউন থেকে ২ হাজার ৭৩০ কেজি এবং মো. মোস্তফার গোডাউন থেকে ১ হাজার ৮৮১ কেজি পলিথিন জব্দ করা হয়। তাদের উভয় থেকে ১ হাজার করে ২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে অভিযান পরিচালনা করা হবে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার না করার আহবান জানান তিনি।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাজীগঞ্জ থানার একদল চৌকস পুলিশ সদস্য।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে