বগুড়ার শাজাহানপুরে মেহের আলম নামে এক আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করা হয়েছে। সে উপজেলার গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবং এসএ ট্রেডার্সের মালিক। রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।
এ সময় অবৈধ সার মজুদ, গুদামজাত ও বিপণন করার অপরাধে তার প্রতিষ্ঠান এসএ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা হওয়ায় দীর্ঘদিন থেকে মেহের আলম এসব অেবৈধ ব্যবসা করে কৃষকদের ফাকি দিয়ে আসছিল। কিন্তু দলীয় প্রভাবে তার বিরুদ্ধে কোন কথা বলার কেউ সাহস পেতো না। ফলে অনেক কৃষক এসব ভেজাল নকল সার কিনে জমিতে দিয়ে উপকার তো পাওয়া তো দুরের কথা, ফসল ফলনে আরও ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ভুক্তভোগী কৃষকরা জানান, শুধু জরিমানা করে এসব অবৈধ কারবারীকে রোধ করা যাবেনা। কৃষি এবং কৃষকের সাথে প্রতারনা করার অপরাধে শুধু জরিমানা করলেই হবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। তাই স্থানীয়রা শুধু জরিমানাতে সীমাবদ্ধ করায় অসন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও তার বিরুদ্ধে অবৈধভাবে নানা পন্য মজুত/সিন্ডিকেট করার অভিযোগও রয়েছে বলে জানান।
জানা যায়, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার গোহাইল বাসস্ট্যান্ডে অবস্থিত এসএ ট্রেডার্সকে ৩০০ বস্তা (৫ লক্ষ টাকা মূল্যের) অবৈধ ও ভেজাল টিএসপি সার গুদামজাত ও বিপণন এর অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল সার জব্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নিির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম।
এসময় শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা, বিএসটি আই বগুড়া কার্যালয়ের কর্মকর্তা ও শাজাহানপুর থানার পুলিশ টিম উপস্থিত ছিলেন।
অভিযানের সময় এসএ ট্রেডার্স এর মালিক মেহের আলম তার অপরাধ স্বীকার করেন। এদিকে এসব জব্দ করা সার শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় নেয়া হয়েছে।
যাযাদি/ এসএম