শেরপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি মোঃ আব্দুল কাইয়ুম, মহাপরিচালক ( গ্রেড-১), জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট ।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় শেরপুর উপজেলা পরিষদ ভবনে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া সভাপতিত্বে , উদ্বোধন কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তোফায়েল আহাম্মেদ, উপ-পরিচালক স্থানীয় সরকার, শেরপুর । মোঃ মাহ্জার রহমান গবেষনা কর্ম্কর্তা স্থানীয় সরকার ঢাকা । মোঃ আরিফুর রহমান উপজেলা সমাজ সেবা অফিসার শেরপুর সদর উপজেলা শেরপুর ।
এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া জানান তৃনমূল পর্যায়ে কার্য্কর দায়িত্বশীল জবাব দিহিতামূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে, দেশের ইউনিয়ন পরিষদ গুলোকে আরো শক্তিশালী করনের উদেশ্যে স্থানীয় জাতীয় ও স্থানীয় সরকার ইনষ্টিটিউট ( এনআই এলজি) ঢাকা এর আয়োজনে শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স করবেন ।
যাযাদি/এআর