শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে সুইজারল্যান্ডে অশোভন আচরণের প্রতিবাদে  সাংবাদিক সম্মেলন

যাযাদি ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৪, ১৬:১৮
আপডেট  : ১২ নভেম্বর ২০২৪, ১৭:১১
ছবি : যায়যায়দিন

অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের কিছু দালাল কর্তৃক অশোভন আচরণের প্রতিবাদে ১১ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন বৈষম্য বিরোধী রিক্রুটিং এজেন্সি ফোরাম।

সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে ও মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সদস্য রাজিব আহমেদ, সদস্য জনাব আক্তার হোসেন, যুগ্ম সচিব জনাব রাশিদুল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমজাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল ও বৈষম্য বিরোধী রিক্রুটিং এজেন্সি ফোরামের সদস্য ও অন্যান্ত নেতৃবৃন্দ।

সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম সাহেব মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বৈষম্য বিরোধী রিক্রুটিং এজেন্সি ফোরামের পক্ষ থেকে ড. আসিফ নজরুলের উপর এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের বাংলাদেশের পাসপোর্ট বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসররা এধরনের ঘৃণ্যতম ঘটনা যাতে ভবিষ্যতে ঘটাইতে না পারে সেজন্য দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে