শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মদনে জাতীয়তাবাদী কৃষকদলের কর্মীসভা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১৪:৫০
মদনে জাতীয়তাবাদী কৃষকদলের কর্মীসভা
ছবি: যায়যায়দিন

নেত্রকোনার মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাবলিক হল প্রাঙ্গণে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তুফা মজলিশ এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ রফিক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, বিএনপি নেতা আব্দুল হেলিম ভুলু, সাইদুর রহমান সম্রাট, সাইফ উদ্দিন আহমেদ সেকুল, আবু তাহের আজাদ, বদরুজ্জামান মানিক, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমূখ। সমাবেশে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে আলাদা আলাদা ব্যানার নিয়ে আসা হাজার হাজার বিএনপি ও কৃষকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে