বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

অপরাধ দমনে অটো সুইচে আলোকিত হবে লক্ষ্মীপুর শহর 

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ২১:১০
ছবি : যায়যায়দিন

লক্ষ্মীপুর শহরে এ প্রথম স্থাপন করা হয়েছে অটো স্টার্টার সুইচ। প্রথম ধাপে একটি বোর্ড থেকে ৬'শ বৈদ্যুতিক বাল্ব জ্বলবে একসঙ্গে। এভাবে ৭টি পয়েন্টের বোর্ড থেকে প্রায় সাড়ে ৫ হাজার বাল্ব জ্বলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা পৌরসভার উদ্যোগে দক্ষিণ তেমুহনী এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অটো স্টার্টার সুইচ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, পৌরসভা প্রশাসক রফিকুল হক, সচিব আলাউদ্দিন, প্রকৌশলী শামসুল ইসলামসহ প্রমুখ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সাংবাদিকদের জানান, অন্ধকার এবং অপরাধ দুইটি শব্দ শুরু হয়েছে 'অ' দিয়ে। যেখানে অন্ধকার,সেখানেই অপরাধ। আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ টুকু দিয়। যতবেশি সম্ভব। আমরা অন্ধকার দূর করে আলোকিত করবো লক্ষ্মীপুরকে । শুধু রাস্তা-ঘাট আলোকিত নয়। আমরা মানুষের জীবন-যাত্রার মানও উন্নয়ন করবো।

আপনারা লক্ষ্য করবেন, অন্ধকারে ছিনতাই, চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ড হয়। তাই আমরা অটো স্টার্টার সুইচের কার্যক্রম শুরু করেছি। যার ফলে এটি একটি নাগরিক বান্ধব পরিবেশ তৈরি করবে।

প্রসঙ্গত, এ অটো স্টার্টার সুইচ নিজে-নিজেই চালু-বন্ধ হবে। অর্থাৎ সন্ধ্যার সঙ্গে-সঙ্গেই এ বৈদ্যুতিক বাল্ব জ্বলবে একসঙ্গে আর সকাল বেলা নিজ থেকে বন্ধ হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে