শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শাজাহানপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময়

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২৪, ২১:৫৫
শাজাহানপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময়
ছবি: যায়যায়দিন

বগুড়া শাজাহানপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নবাগত উপজেলা নির্বাহি কর্মকর্তা তায়েফুর রহমান।

বুধবার উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা বলেন, সমাজে সু- শাসন প্রতিষ্ঠা কারো একার পক্ষে সম্ভব না।

এজন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আর সমাজের নানা সমস্যা এবং প্রশাসনের কোন বিষয় উপস্থাপন করতে সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশন আগামীর পথচলার ভিত্তি সুদৃঢ় করে। তাই প্রশাসনকে সঠিক পথ প্রদশর্ক হিসাবে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী (ভুমি) কমিশনার জান্নাতুল নাঈম, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং এশিয়ান টেলিভিশন ও জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আবদুল ওহাব, দৈনিক করতোয়া সাংবাদিক সাজেদুর রহমান সবুজ।

এছাড়াও সাংবাদিক মেজবাউল আলম, আতিকুর রহমান, ফারুক হোসেন৷ সানোয়ার হোসেন, মিজানুর রহমান, নাজির উদ্দিন উপজেলার বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে