বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

চাঁদপুরে কিশোর চালককে হত্যা করে ব্যাটারি ছিনতাই

চাঁদপুর প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ১৫:১০
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামে মঈন উদ্দিন (১৬) নামে এক কিশোর অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যার পর তার অটোরিকশার ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এই তথ্য মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেন।

হত্যার শিকার মঈন উদ্দিন উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজীর ছেলে।

দুই ভাই এক বোনের মধ্যে মঈন উদ্দিন বড়। সে অটোরিকশা চালিয়ে সংসারের ব্যয় ভার ও ভাই-বোনদের লেখাপড়ার খরচ চালাত।

স্থানীয়রা জানায়, খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালেরপাড়ে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। পরে তারা থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল।

মঈন উদ্দিনের বাবা নাছির উদ্দীন বলেন, শুক্রবার বিকেলে ছেলের মোবাইলে কল এলে সে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় এলাকায় খোঁজাখুঁজি করি। রাতে মোবাইলে কল দিয়ে তাকে না পাওয়ায় উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজ করি। পরে আজ সকালে ধনারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে। গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা পড়ে আছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, ওই কিশোরের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। তবে ব্যাটারি পাওয়া যায়নি। সুরতহালের সময় কিশোরের গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কিশোরের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে