শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মাদারগঞ্জে হাত বাড়ালে মিলছে মাদক

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩
মাদারগঞ্জে হাত বাড়ালে মিলছে মাদক
ফাইল ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক। মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক । এরমধ্যে রয়েছে ইয়াবা, গাঁজা, হেরোইন ও চোলাই তৈরি মদ। অতি সহজেই মিলছে বিভিন্ন ধরনের মাদক। উক্ত বিষয়ে প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালানোর পরেও বন্ধ হচ্ছে না এই মাদক ব্যবসা।

এলাকাবাসী জানান, এই উপজেলায় ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। প্রতিটা ইউনিয়ন পরিষদে ১০ জন করে গ্রাম পুলিশ রয়েছে। থানা পুলিশকে যদি গ্রাম পুলিশেরা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে তাহলে মাদককারবারিরা এই উপজেলা থেকে অনেক আগেই পালিয়ে যেত বাধ্য হত। যাদেরকে গ্রাম পুলিশের চাকরির দায়িত্ব দেয়া হয়েছে তাদের মধ্যেই বেশির ভাগ গ্রাম পুলিশ মাদক কারবারের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। অনেক গ্রাম পুলিশের বিরুদ্ধে চোলাই মদ তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করার অভিযোগ রয়েছে। অনেক গ্রাম পুলিশকে বাংলা মদ খেয়ে ইউনিয়ন পরিষদে ডিউটি করার অভিযোগ রয়েছে। এরপরেও তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না। প্রতি সপ্তাহে গ্রাম পুলিশেরা স্ব স্ব থানায় হাজিরা দেয় এবং গ্রামের চুরি ডাকাতির ঘটনা থাকলে সেটা থানা পুলিশকে জানানো হয়। কিন্তু মাদক কারবারিদের নাম ঠিকানা তারা পুলিশকে বলে না। মাদক ক্রয়-বিক্রয়ের স্থানগুলো হচ্ছে বালিজুড়ী নামাপাডা, জোনাইবাজার, কয়ড়া, গোলাবাড়ি, গাবের গ্রাম, মহিষবাথান, ঝারকাটা, তেঘরিয়া, কোয়ালিকান্দি কালিবাড়ী ও নব্যচর এলাকায় মাদক বেশি পাওয়া যায় বলে ওই গ্রামের লোকজন জানিয়েছেন।

বর্তমানে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্ররাই মাদকে আসক্ত হয়ে পড়েছে। অবৈধ মাদক বেচাকেনা বন্ধ করার লক্ষে মাদারগঞ্জ উপজেলবাসী বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশাসনের নিকট জোড়ালো আবেদন জানিয়েছেন।

তারা আরো বলেন, যে গ্রাম পুলিশের মধ্যে যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

উক্ত বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি ২৯ নভেম্বর এই থানায় এসেসি। আমি আসার পর থেকে মাদক নির্মূল করার অভিযান জোরদার করেছি। তিনি আরো বলেন, মাদারগঞ্জ উপজেলা থেকে মাদক ও গরু চুরি বন্ধ করে ছাড়বো যদি আপনারা আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে