শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণ, বাবা ও দুই ছেলে আটক

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১০
সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণ, বাবা ও দুই ছেলে আটক
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে বাবা ও দুই ছেলেকে আটক করা হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো-সলঙ্গা থানার শ্রীরামের পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন (৬৫), তার ছেলে আব্দুল মালেক (৪০) ও আবু তালেব (৪৫)। এর আগে গত শনিবার ভোরে সলঙ্গার কুতুবের চড় মৎস্য আড়তদার সমবায় সমিতিতে মাছ ব্যবসার জন্য যাবার পথে শ্রীরামেরপাড়া নিজ বাড়ীর কাছ থেকে মৎস্য ব্যবসায়ী আব্দুল মান্নানকে অপহৃত হয়। ব্যবসায়ী আব্দুল মান্নান শ্রীরামেরপাড়া ওসিমুদ্দিনের ছেলে। এ ঘটনায় শনিবার রাতে অপহৃতের ভাই মাহবুবুর রহমান বাদী থানায় মামলা দায়ের করেছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম রবিউল ইসলাম জানান, শনিবার ভোরে বাড়ি থেকে হবার পরই শ্রীরামপাড়া সড়ক থেকে অপহরনকারীরা একটি কালো মাইক্রোবাসে ব্যবসায়ী আব্দুল মান্নানকে তুলে নিয়ে যায়।

স্বজনরা মাইক্রোবাসটিকে ধাওয়া করে ধরতে পারেনি। সংবাদ পেয়ে ঘটনস্থাল পরিদর্শন করা হয়েছে। রাতে লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। অপহৃত আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফকে উদ্ধারসহ অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলেও ওসি জানিয়েছেন।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে