কাজিপুরে চলতি রবি মৌসুমে চিনা বাদাম এবং মাষকালাইয়ের বাম্পার ফলন হয়েছে। বাজারে দুটি ফসলের দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
কাজিপুর কৃষি অফিসের দেয়া তথ্যে চলতি মৌসুমে কাজিপুরে ৪৭৫ হেক্টর মাষকলাই এবং ৯০৫ হেক্টর বাদামের চাষ হয়েছে। গত ৮ ডিসেম্বর কাজিপুর সদর ইউনিয়নের মানিকপোটল চরে গিয়ে বুরুঙ্গি চরের কৃষক শাহালী এবং শিংড়াবাড়ির কৃষক সোবাহানের সাথে কথা বলে জানা যায়, দুটো ফসলই অপেক্ষাকৃত কম খরচে উৎপাদন করা যায়। মাসকলাই ভাদ্র মাসে বুনে অগ্রহায়ণ মাসে কর্তন করা হয়। গড়পরতায় ৩৩ শতাংশে ৩/৪ মন ফলন পাওয়া যায়। তেমনি বাদাম কার্তিক মাসে রোপন করে ফালগুন মাসে তোলা হয়। বাদাম ও বিঘা প্রতি ১১ থেকে ১২ মন জন্মে থাকে।
কৃষকগণ জানান, দুটো ফসলই উৎপাদন খরচ কম হওয়ায় বেশ লাভবান হওয়া যায়।
কাজিপুর কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সঠিকভাবে পরিচর্যা করলে ভালো ফলন হওয়ায় আগামীতে দুটো ফসলের আবাদ বাড়বে বলে আশা করছি। তিনি আগামীতে কালাই ও বাদামের প্রণোদনা বাড়ানোর জন্য চেষ্টা করবে বলে জানান।
যাযাদি/ এসএম