নানা আয়োজনে নেত্রকোনার আটপাড়ায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস আয়োজনে উপজেলা হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা , সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রৌকশলী আল মুতাসিম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রূপা নন্দী, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবিকুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহায়ক আশরাফুল হক আবির।
যাযাদি/ এম