সুনামগঞ্জের শাল্লায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে এই দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সৌকত জামিল, দুর্নীতি দমন কমিটির সভাপতি হেমন্ত সরকার, পাউবোর সেকশন কর্মকর্তা রিপন আহমেদ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, মহিলা বিষয়কের প্রতিনিধি ক্রেডিট সুপারভাইজার মোজাম্মেল হক, সংবাদকর্মী পাবেল, শংকর ঋষি, নারীনেত্রী খালেদা বেগম, কানন সরকার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, থানার তদন্ত কর্মকর্তা ওয়ালী আশরাফ, একাউন্টস কর্মকর্তা সোহেল আহমদ, সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, ডিএসবি গোয়েন্দা সংস্থার কামাল আহমেদ এবং সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, বর্তমানে শাল্লায় হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধের জন্য কাজ চলছে। এ ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কেউ যদি দুর্নীতি করে সে যেই হোক, যে দলেরই হোক প্রমাণ পেলে একদম মূল সহ উৎপাটিত করা হবে। পিআইসির ক্ষেত্রে যাদের কাগজ শক্তিশালী তারাই পাবে। এজন্য কোন তদবির করলে কাজ হবেনা। অনেকেই দুর্নীতি আশ্রয় নিতে পারেন। সাংবাদিক ভাইয়েরা আপনারা সঠিক তথ্য-উপাত্ত নিয়ে দুর্নীতির তথ্য আমাকে দিবেন। এই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জেলা প্রশাসক স্যার বলেছেন, কোন কর্মকর্তা বা অন্য যে কারো বিরুদ্ধে যদি প্রমাণ সহ অভিযোগ পাওয়া যায় তাহলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে৷ আমরা নিজেরা সচ্ছ থেকে কাজ করব। দেশ থেকে দুর্নীতিকে বিদায় দেব এই হোক আমাদের অঙ্গীকার।
অন্যদিকে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। তিনি পুরুষের সাথে সমতা তৈরীর ক্ষেত্রে নারীদের নিয়ে কাজ করেছেন। ব্রিটিশ ভারতের একজন বিশিষ্ট বাঙ্গালী নারীবাদী চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ এবং রাজনৈতিক কর্মী। তিনি বাংলাদেশ ও ভারতে নারী মুক্তির অগ্রদূত হিসেবে বিবেচিত। তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেন এর মধ্যে অবরোধবাসিনী ও মতিচূর অন্যতম।
আলোচনা সভা শেষে "জয়িতা" নারী নেত্রীদের মধ্যে সফল জননী খালেদা বেগম ও নির্যাতিত বিভীষিকা কানন সরকারকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
আলোচনা সভার পূর্বে দুর্নীতি বিরোধী দিবসের একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়৷
যাযাদি/ এআর