তাহিরপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী সহ ছয় জন
নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তোলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার। আগামী ১ মাস উপজেলা ৭ টি ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে ১ লাখ ১৭ হাজার ২৫৪ জন নাগরিক কে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে।
উদ্বোধন পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাসেম এর সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট আব্দুল হালিম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো.দেলোয়ার হোসেন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী প্রমুখ।
যাযাদি/এআর