শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সচেতনতা গড়ে তুলতে পায়ে হেঁটে দেশভ্রমনে আকাশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭
সচেতনতা গড়ে তুলতে পায়ে হেঁটে দেশভ্রমনে আকাশ
ছবিঃ যায়যায়দিন

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগান নিয়ে পায়ে হেঁটে দেশ ভ্রমণে বেড়িয়েছেন কলেজ ছাত্র আকাশ আহম্মেদ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তিনি পায়ে হেঁটে দেশ ভ্রমন শুরু করেন।

এ ভ্রমণের মাধ্যমে দেশব্যাপি মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে মানুষকে সচেতন করবেন। এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন দেশবাসী।

আকাশ জানান, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর তিনি নিজ জেলা চুয়াডাঙা থেকে দেশ ভ্রমণে বের হন। তার দেশ ভ্রমণের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সচেতন করা। প্রথম দফায় তিনি বের হয়ে ৯ জেলা ঘুরে বাড়ি ফেরেন। দ্বিতীয় দফায় ১ ডিসেম্বর বের হয়েছেন, এখন পর্যন্ত ৭ জেলা ঘুরেছেন। আর ২য় দফার ৭ম জেলাটি হচ্ছে কুড়িগ্রাম। বুধবার রাতে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় তিনি রাত্রী যাপন করবেন, এর পরদিন গাইবান্ধার উদ্দেশ্যে রওনা করবেন।

আকাশ আহম্মেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার খাসকাওরা ডিগ্রি কলেজের ইন্টার ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র।

বুধবার রাতে আকাশ চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস’ পত্রিকা অফিসে আসেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার দেশ ভ্রমণের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, দেশের অধিকাংশ শিশু থেকে মধ্যবয়সিদের মধ্যে মাদকের অবাধ বিস্তার ঘটেছে। মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।

এক্ষেত্রে সমাজের সকলকে নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে