শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কালাইয়ে বিএনপি নেতার উপর হামলা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
  ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯
কালাইয়ে বিএনপি নেতার উপর হামলা
ছবি: যায়যায়দিন

জয়পুরহাটের কালাইয়ে থানা বিএনপি নেতাকে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগ কর্মী মর্মে অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার মাত্রাই বাজারে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ভুক্তভোগী উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের অভিযোগ, কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকিরের মদদে মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাজমুল হোসেনের নেতৃতাধীন ১০-১২ জন লোক তাঁকে বেধড়ক মারধর করে আহত করেছেন।

ভুক্তভোগী জাহিদুল ইসলাম বলেন, 'বিগত ২১ ডিসেম্বর কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘আ.লীগ নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির আহ্বায়ক’ শিরনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে আমার একটি বক্তব্য প্রকাশ পায়। এতে সাংগঠনিক ভাবে চাপের মুখে পড়েন কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন।

এরপর ইব্রাহিম হোসেন বিষয়টি আওয়ামী লীগ কর্মী নাজমুলকে জানান। এতে উত্তেজিত হয়ে নাজমুলের নেতৃত্বে ১০-১২ জন লোক আমাকে বেধড়ক মারধর করে আহত করে। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ ঘটনার পর থেকে আমি জীবননাশের আশঙ্কা করছি। একটু সুস্থ হলে থানায় লিখিত অভিযোগ দিব।'

অভিযুক্ত নাজমুল হোসেন বলেন, ' মাত্রাই বাজারে মারধরের যে ঘটনা ঘটেছে, সেখানে আমি ছিলামনা। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।'

কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ' আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা অসত্য। কারণ, ঘটনার সময়ে আমি জেলার আক্কেলপুর উপজেলায় বিএনপির কাউন্সিলে উপস্থিত ছিলাম। তবে মাত্রাই বাজারে মারামারির ঘটনা ঘটেছে, একথা আমি পরস্পরের মুখে জেনেছি। '

এই বিষয়ে এলাবাসীর মধ্যে মামুনুর রশিদ, বাদেশ আলী, বাদশাহ ও রুবেলসহ ১০-১২ জনের সাথে কথা হয়। তাঁরা জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাজ হোসেনের নেতৃতাধীন ১০-১২ জন লোক ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলামে বেধড়ক মারধর করে।

পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার মাত্রাই বাজারে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে এই বিষয়ে এখন (১০.৩০) পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে