শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

তেঁতুলিয়ায় শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:১১
তেঁতুলিয়ায় শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণ
ছবি: যায়যায়দিন

প্রতি বছরের মতো এবারেও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে খাতা,কলম,পেন্সিল স্কুল ব্যাগ,শীতবস্ত্র হুডি উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার সময়ে তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপজেলার ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে শুরু হয়েছে এ শীত আনন্দ উৎসব । জানা যায়, এ উপজেলায় ১২১৭ জন শিক্ষার্থীদের মাঝে এ উপহার গুলো দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, রংপুরের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) পঞ্চগড়, ফজলে রাব্বী, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার, সারজিস আলম, অন্যতম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ ।

জাকির হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি:। মোহাম্মদ মঞ্জু মোল্লা, ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি: । অঞ্জন মল্লিক এফসিএ, ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি:। এনায়েত কবীর, অফিসার ইনচার্জ, তেঁতুলিয়া মডেল থানা। শাহাদাত হোসেন রঞ্জু আহব্বায়ক তেঁতুলিয়া উপজেলা বিএনপি, রেজাউল করিম শাহিন, সদস্য সচিব, তেঁতুলিয়া উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু সাঈদ মিঞা ।

আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় ও কবীর আহমেদ আকন্দ, প্রতিষ্ঠাতা শিশুস্বর্গ ফাউন্ডেশন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজ উদ্দীন আহম্মেদ, সভাপতি ব্রাইট স্টার ক্লাব।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে