সিরাজগঞ্জের কাজিপুুর উপজেলার আলমপুর চৌরাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কাজিপুর উপজেলা শাখার আমির মোঃ জাহিদুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ হাসান মুনসুর মিলন,প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল জামায়াতে ইসলামী।
তিনি তার বক্তব্যে বলেন বিগত আওয়ামীলীগ সরকার ১৭ বছর ভোট বিহিন নির্বাচন করে এদেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। হাজার হাজার জামায়াতের নেতা কর্মি সহ বিরোধি পক্ষকে খুন করেছে। এই জালেম সরকার হাজার হাজার টাকা বাইরে পাচার করেছে।
তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিকট পাচারকৃত টাকা ফেরত আনার দাবি জানান।
জনসভায়বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট হেলাল উদ্দিন,নায়েবে আমির ঢাকা দক্ষিন মহানগর, অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম সিরাজগঞ্জ জেলা আমির,বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, প্রমূখ বক্তব্য রাখেন। অনুস্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাওলানা শাহিনুর আলম সুপার মাইজবাড়ী দাখিল মাদ্রাসা।