শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম)  প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৫, ২০:৩১
ফুলবাড়ীতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: যায়যায়দিন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক ব্যবসা বেপরোয়া হয়েছে। উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন বয়সের নারী পুরুষ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।

প্রতিদিনেই সীমান্ত টপকিয়ে ভারত থেকে বাংলাদেশে বানের পানির মতো মাদক প্রবেশ করছে মদ, ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক প্রবেশ করছে। পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে অধিকাংশ মাদক বাংলাদেশে প্রবেশ করলেও কিছু কিছু মাদকের চালান পুলিশের চৌকস সদস্যদের হাতে আটক হচ্ছে।

দৈনিক দিনের মতো মাদক চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করলে ধরলা নদীর ফুলবাড়ী সেতুর পশ্চিম পাড়ে পুলিশ বক্সের সামনে শুক্রবার গভীর রাতে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

মাদক ব্যবসায়ীরা হলের ফুলবাড়ী উপজেলার রোশন শিমুলবাড়ী গ্রামের আজিজার রহমানের ছেলে সাহেব আলী (২১), চর সোনাইকাজী গ্রামের আব্দুস সামাদের ছেলে জাহিদ হাসান (১৯) ও তালুক শিমুলবাড়ী গ্রামের নুরু মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৩)।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

যাযাদি / এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে