শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

লালপুরে ট্রাক চাপায় ইউপি সদস্য নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি
  ১২ জানুয়ারি ২০২৫, ১০:৫৯
লালপুরে ট্রাক চাপায় ইউপি সদস্য নিহত
জহুরুল ইসলাম গোপ্পি (৫২)

নাটোরের লালপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম গোপ্পি (৫২) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর-বনপাড়া সড়কের মধুবাড়ি স্বপ্নীল জেনারেল হাসপাতালের নিকটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম উপজেলার গৌরিপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র ও ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহুরুল ইসলাম মোটরসাইকেল যোগে বনপাড়ার দিক থেকে গৌরিপুর তার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় সে মারাত্মকভাবে আহত হয় এবং তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বপ্নীল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে