শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সারিয়াকান্দিতে জিসাসের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৩২
সারিয়াকান্দিতে জিসাসের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল
ছবি: যায়যায়দিন

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উদ্দ্যোগে অফিস উদ্বোধন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মেইন রোডের সিএনজি স্ট্যান্ডের সামনে উপজেলা জিসাসের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অফিস উদ্বোধন করেন জিসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ মোস্তফা আবু সালেক মানু। দোয়া মাহফিল পূর্বক এক আলোচনা সভায় উপজেলা জিসাসের সভাপতি দিপু ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি সাহাদৎ হোসেন সনি, কেন্দ্রীয় জিসাস যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া জেলা জিসাস সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, উপজেলা জিসাস সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা মামুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জিসাস সিনিয়র সহসভাপতি মোঃ জাহিদুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ পাইলট, সহ সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আকন্দ,দপ্তর সম্পাদক এস এম মুসফিকুর রহমান মোস্তাক, প্রচার সম্পাদক শামীম রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জিসাস সাধারণ সম্পাদক মোঃ আলামিন মিথুন। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে